বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

280

অবশেষে প্রাণের স্কুল বগুড়া ওয়াইএমসিএ’র বহুল প্রতিক্ষিত ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট এর পর্দা ওঠে আজ। উক্ত পর্দা উদ্বোধন করেন বগুড়া ওয়াইএমসিএ’র সহকারী সাধারণ সম্পাদক হিউবার্ট রিমন মারান্ডী। উদ্বোধন কালে তিনি বলেন, মাদক ও সন্ত্রাস হতে রক্ষা পেতে হলে খেলাধূলার বিকল্প নাই। খেলাপ্রেমী ছেলেরা কখনও বিপথগামী হতে পারে না। বর্তমান সরকার যুব সমাজকে রক্ষা করার নিমিত্তে ক্রীড়া মন্ত্রণালয়ে প্রচুর অর্থ বরাদ্দ করেছেন।

খেলাপ্রেমী যুব সমাজ ব্যতিত দেশের উন্নয়ন সম্ভব নয়। কোন জাতিতে সুস্থ রাখতে হলে যুব সমাজকে নিয়মনীতির মধ্যে রাখতে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ সৃষ্টি করতে হবে। ২০১৫ সালের ব্যাচের আয়োজনে টুর্নামেন্টটি মাঠে গড়ায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ২০১৬ এর ব্যাচ এবং ২০১৭ এর ব্যাচ। উক্ত ম্যাচে ২০১৬ জয় লাভ করে। এছাড়াও আজকে আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় কলেজ শাখার ২০১৯ সালের ব্যাচ এবং স্কুল শাখার ১৯/২০ ব্যাচ। তৃতীয় ম্যাচটি খেলা হয় ২০১৪ বনাম ২০১৫।

এছাড়াও ২০১৩ এবং ২০১৮ ব্যাচ খেলায় অংশগ্রহণ করে। খেলাকে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় ঐতিহাসিক বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠ। অনেক সুন্দর ও গোছালো পরিবেশে খেলাধুলা অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি ম্যাচ টান টান উত্তেজনাপূর্ণ ছিল। টুর্নামেন্ট এর ব্যাপারে যে কোন আপডেট বগুড়া ওয়াই এম সি এ স্কুল এন্ড কলেজ পরিবার” ফেসবুক গ্রুপ এ দেওয়া আছে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।