বগুড়া শহরের নারুলিতে আগুনে ক্ষতিগ্রস্ত নিঃস্ব দুটি পরিবারের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক।

64

 

নিজস্ব প্রতিবেদক,(হায়দার মিঠু)

বগুড়ায় বৈদ্যুতি সর্টসার্কিটের কারনে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায়নিঃস্ব ও অসহায় দুটি পরিবারকে জেলা প্রশাসন থেকে অনুদান দেয়া হয়েছে।

রবিবার ১১ ফেব্রুয়ারী দুপুর ১ টার দিকে জেলা প্রশাসক চত্বরে সুবিধাভোগী ওই দুটি পরিবারের মাঝে ৩ বান্ডিল ঢেউটিন, ১০টি কম্বল, বস্তাভর্তি শুকনো প্যাকেট খাবার ও নগদ ৯ হাজার টাকা অনুদান দিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিন, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন ও জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।

এরআগে গত শনিবার ১০ ফেব্রুয়ারী বগুড়া শহরের নারুলি এলাকায় এভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। এতে দর্জি নুরুল হক ও নয়ন হোসেনের পরিবারের বাড়িঘর, আসবাবপত্রসহ নগদ অর্থ ও মুল্যবান সম্পদ সম্পুর্ণরুপে ভস্মীভূত হয়ে গেছে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।