টিনের চালে পানি পরার ঘটনায় কিরিচের আঘাতে কেয়ারটেকার গুরুতর আহত।

142

নিজস্ব প্রতিবেদক,

বগুড়া শহরের শিববাটি এলাকায় নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার মোস্তাফিজার রহমান মিলন (৫০)কে দেশীয় ধারালো কিরিচের আঘাতে গুরুতর আহত করা হয়েছে।

মঙ্গলবার ২ এপ্রিল দুপুরে ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত মোস্তাফিজার রহমান মিলন ওই এলাকার মৃত ছমিরুদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ভুক্তভোগী ওই এলাকার সদ্য নির্মাণাধীন ভবনে কেয়ারটেকার হিসেবে চাকরি করে। চাকরি করার সুবাদে ছাদে পানি দেয়ার সময় পার্শ্ববর্তী সুলতান আহমেদের টিনের চালে পানি যাওয়াকে কেন্দ্র করে বচসা হয়। এরই একপর্যায়ে ওই ব্যক্তি কেয়ারটেকার মোস্তাফিজার রহমানকে ধারালো কিরিচ দিয়ে উপর্যুপরি আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করে। পরে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করে।

এবিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানিয়েছেন অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।