অর্ধকোটি টাকা মুল্যের জমি দখলের অভিযোগ এনে ইউনিয়ন আ. লীগনেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

91

নিজস্ব প্রতিবেদক,

বগুড়ার শিবগঞ্জ ময়দানহাটা বাকসন গ্রামের পিতা মাজেদ আলীর ৪ মেয়ের নামে লিখে দেয়া প্রায় অর্ধকোটি টাকা মুল্যের ৫৪ শতক জমি অবৈধ দখল করেছে স্থানীয় ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাফর। এমন অভিযোগ এনে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ৪ বোন।

ভুক্তভোগী ৪ বোন ওই জমি দখল নিতে গেলে তাদের বিভিন্ন হয়রানিসহ হুমকি ধামকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয় বলা হয়েছে পরবর্তীসময়ে ওই জমিতে গেলে তাদেরকে খুন জখম করে জমিতেই পুতে রাখা হবে। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হলেও থানাপুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগে লিখিত বক্তব্যে চার বোনের মধ্যে বড় বোন রেখা খাতুন এসব কথা তুলে ধরেছেন। এসময় অন্য তিন বোন যথাক্রমে পারুল খাতুন, ফেন্সি খাতুন ও স্বপ্না খাতুন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রেখা খাতুন আরো বলেন, ময়দানহাট্টা ইউনিয়নের বাকসন গ্রামের বাসিন্দা মাজেদ আলীর চার মেয়ে আমরা। তিনি শিবগঞ্জ ইউনিয়নের মেদেনিপাড়া মৌজার ১৯২ দাগে ৫৪ শতাংশ জমি আমাদের ৪ বোনের নামে রেজিস্ট্রি করে দেন। যার বর্তমান বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

সেই জমি আমরা যাতে সুষ্ঠুভাবে ভোগদখল করতে না পারি একারনে আওয়ামী লীগ নেতা আবু জাফর আদালতে একটি হয়রানিমুলক মামলা করে জমির ওপর নিষেধাজ্ঞার আবেদন করেন।
আদালত উভয় পক্ষের শুনানী শেষে নিষেধাজ্ঞার আবেদন না মঞ্জুর করে মামলা খারিজ করে দেন। তা সত্বেও সরকারি দলের প্রভাবে আবু জাফর বাহিনী পুনরায় জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ভুক্তভোগী ৪ বোন ওই আবাদি জমিতে গেলে আবু জাফর, আক্কাস আলীসহ আরও ৮/১০ জন আমাদেরকে বাধা দেয়। কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলার চেষ্টাসহ গালিগালাজ করতে থাকে। পাশাপাশি তারা হুমকি প্রদান করে যে, জমিতে গেলে তাদেরকে খুন করে ওই জমিতে পুতে রাখা হবে।

এবিষয়ে অভিযুক্ত ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ২০০২ সালে ওদের ফুফুর ভাগের ৫৪ শতক জমি আমি বৈধ কাগজমুলে কিনে নিয়ে ভোগ দখল করে আসছি। অবৈধভাবে দখলের কোনো প্রশ্নই আসেনা। হুমকি ধামকি দেবার কথাও সঠিক নয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ৪ বোন নিজেদের নিরাপত্তাসহ ওই ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।