বগুড়ায় দিনব্যাপি প্রাণীসম্পদ সেবাসপ্তাহ প্রদর্শনীর উদ্বোধন।

26

হায়দার মিঠু (স্টাফ রিপোর্টার): বগুড়ায় দিনব্যাপি প্রাণীসম্পদ সেবাসপ্তাহ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে সদর উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় চত্বরে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অধিনে দিনব্যাপি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালযৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণীসম্পদ অফিসার ড. মো. আনিসুর রহমান।

জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা ভেটেরিনারী অফিসার ডা: মো. আব্দুর রাজ্জাক। এর আগে প্রধান অতিথিসহ আগত অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রানীসম্পদ সেবাসপ্তাহ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দ প্রদর্শনীতে অংশগ্রহন করা স্টল পরিদর্শন করেন।

এরপর বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র’র উপ পরিচালক ডা: মো. সারোয়ার হোসেন, সদরের প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: তুষার আহমেদ। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন।

অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: এ কে এম ফরহাদ নোমান। উক্ত প্রদর্শনীতে বিভিন্ন গবাদিপশুর স্টল, প্রাণিজ খাদ্যের স্টল, দুগ্ধজাত পণ্য ও বিভিন্ন প্রাণিজ প্রযুক্তিসহ প্রাণীজ পণ্যের টিকাসহ সর্বমোট ৪০টি স্টল অংশগ্রহন করে। উল্লেখ্য বগুড়া জেলায় এখন প্রায় ১৩ লক্ষ ৭৫ হাজর গরু এবং ৭ লক্ষ ৬০ হাজার ছাগল আছে। উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, এলবিনো, দুম্বা, গয়াল, নিয়ে উপজেলার প্রান্তিক খামারীরা প্রদর্শর্নীতে অংশগ্রহন করে। এছাড়াও পোষা প্রাণী, পেট ক্লিনিক ও হরেক প্রজাতির পাখির প্রদর্শনীও ছিল। প্রাণিজ পণ্যের বিভিন্ন স্টলে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় দেখা গেছে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।