কাহালুতে ফুটপাত দখল যানজটে মানুষের দুর্ভোগ

242

কুতুব শাহাব উদ্দিন বাবু, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠানের দখলে এখন ফুটপাত। ব্যবসায়ীরা ফুটপাত দখলে রাখায় প্রতিনিয়ত যানজটে মানুষ সীমাহীন দূর্ভোগে পড়ছেন। সরোজমিনে দেখা গেছে কাহালু চারমাথা থেকে স্টেশন রোড হয়ে কলেজ রোড পর্যন্ত ব্যবসায়ীরা তাদের দোকানের সাইন বোর্ড একপ্রকার রাস্তার উপরে রাখে। তারা দোকান খুলে মালামাল রাখে ফুটপাতে। এছাড়াও ছোটখাটো অনেক দোকান বসে রাস্তার ধার দিয়ে মানুষের চলাচলের ফুটপাতে।

এদিকে যখন রাস্তায় যান চলাচল বেড়ে যায় তখন রড, সিমেন্টসহ বিভিন্ন মালামাল খালাস করার জন্য দীর্ঘ সময় বড় বড় ট্রাক রাখা হয় রাস্তার উপর। উল্লেখিত সড়ক ছাড়াও কাহালু চারমাথা থেকে চতুর্দিকে সড়কের কিছু অংশেও এই সমস্যা রয়েছে। সড়কগুলোর ফুটপাত অবৈধভাবে দখলে রেখে ব্যবসা করার পাশাপাশি কেউ কেউ রাস্তার উপরে নির্মাণ সামগ্রী রেখেই স্থাপনা নির্মাণ করছে। যার ফলে কাহালু চারমাথা থেকে কলেজ রোড পর্যন্ত দিনভরই থাকে ভয়াবহ যানজট।

এমনিতেই এই সড়কটির বেহালদশা তার উপর আবার যখন-তখন যানজট সৃষ্টিতে প্রতিদিনই মানুষ সীমাহীন দূর্ভোগে পড়ছেন। স্থানীয় লোকজনের দাবী রাস্তার ফুটপাত দখল মুক্ত করে রাস্তা সম্প্রসারণ করা জরুরী হয়ে পড়েছে। রাস্তার ফুটপাত দখল মুক্ত করে রাস্তাটি সম্প্রসারণ করা না হলে মানুষের দূর্ভোগ আরো বাড়বে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।