শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ব্যস্ত সময় পার করছে প্রতিমা কারিগররা

208

রবিউল ইসলাম রবি শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় করোনা দূর্যোগের মধ্যেও প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছে প্রতিমা কারিগররা। আর মাত্র ক’দিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। হিন্দু সম্প্রদায়ের দেবী দূর্গা এবার দোলায় আগমন এবং গজে গমন করবেন। এ বছর শিবগঞ্জ উপজেলায় প্রায় ৫৩ টি পূজা মন্ডপে পূঁজা অর্চনা হবে বলে জানিয়েছেন পূজা উদযাপন কমিটি।

উপজেলা পূজা উদযাপন কমিটি ইতোমধ্যে পূজা উদযাপনের প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন। তবে এ বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভানের কারণে পূজা মন্ডপগুলোতে সাজসজ্জা করা হবে না। সাদা সিধে ভাবে পূজা পালন করা হবে। এ বছর করোনার কারণে পূজামন্ডপে স্বাস্থ্য বিধি মানার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে।উপজেলার পূজামন্ডপ গুলো ঘরে দেখে গেছে, মন্ডপ গুলোতে উৎসবের ছোয়া লেগেছে, বিরামহীন ভাবে প্রতিমা তৈরীর কাজ করেছেন প্রতিমা কারিগররা।

উপজেলার সাদুল্যাপুর গ্রামের মৃত অজিত মহন্তের ছেলে শ্রী হারাধন মহন্ত বলেন, ত্রিশ বছর ধরে এ পেশার সাথে যুক্ত আছি, বাবা-ঠাকুরদা সকলেই প্রতিমা তৈরী পেশায় যুক্ত ছিলেন।এ ব্যাপারে উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ণ কানু বলেন, করোনা ভাইরাসের কারণে এবছর পূজা মন্ডপ গুলোতে কোন সাজসজ্জা করা হবেনা।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।