নওগাঁয় ২০১৯ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা

233

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেলের নিজস্ব উদ্যোগে ২০১৯ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার সকালে চেম্বার ভবন মিলনায়তনে এ উপলক্ষ্যে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চেম্বারের সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের স্বত্তকাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, চেম্বারের পরিচালক, এম, এ খালেক, পরিচালক সাজেদুর রহমান লালটু, পরিচালক মীর মোশাররফ হোসেন জুয়েল, মধুমতি ব্যাংক লিমিটেড নওগাঁ শাখার ব্যবস্থাপক এনামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী, অভিভাবক রিনা খাতুন ও শিক্ষার্থী কথা রানী মন্ডল প্রমুখ। পরে ইথেন এন্টাপ্রাইজের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, টি-শার্ট, গিফট এবং ক্রেষ্ট প্রদান করেন। উল্লেখ যে, ইথেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে প্রতিবছরই জে,এস,সি, এস,এস,সি ও এইচ,এস,সি জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে সংবর্ধনা দেয়া হয়। করোনা ভাইরাসের কারনে এবছর বিলম্ব হয়েছে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।