কাহালুতে বর্ষায় রাস্তা-ঘাটের বেহালদশা

265

 

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু উপজেলায় গত কয়েকদিনের বর্ষায় বিভিন্ন রাস্তা-ঘাটের বেহালদশা হয়েছে। রাস্তায় বের হলেই মানুষকে পড়তে হচ্ছে সীমাহীন দুর্ভোগে। কাহালু থেকে বগুড়া তিনমাথা, কাহালু থেকে দরগাহাট, কাহালু চারমাথা থেকে পাঁচপীর, তালোড়া থেকে দেওগ্রাম, পাতাঞ্জ থেকে দূর্গাপুর, দুর্গাপুর থেকে রাণীরহাট পর্যন্ত এই রাস্তাগুলো দীর্ঘদিন ধরেই যানবাহন চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। তার উপর ঘন ঘন বর্ষায় এই রাস্তাগুলোর বেশীরভাগ অংশে সৃষ্টি হয়েছে বড় বড় খানা-খন্দক।

এই রাস্তাগুলোতে প্রতিনিয়ত যানবাহন বিকল হয়ে পড়ে থাকে। ১৫ মিনিটের রাস্তা পাড়ি দিতে সময় লাগে ৪৫ মিনিট। বাড়ি থেকে রাস্তায় বের হলেই মানুষকে কাদা-পানির মধ্যে পড়তে হয়। তারপরেও জীবন-জীবিকার ত্যাগিদে সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়্ইে হাজারো মানুষ চলাফেরা করছে এই রাস্তাগুলো দিয়ে। বিভিন্ন যানবাহনে এই রাস্তাগুলো দিয়ে চলাচলে রয়েছে অনেকটা মানুষের জীবনের ঝুঁকি। রাস্তাগুলো জরুরী ভিত্তিতে সংস্কারের দাবী জানান, ভুক্তভোগীরা।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।