কালাইয়ে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত

279
 ভ্রাম্যমাণ প্রতিনিধি, জয়পুরহাট ঃঃ “তথ্য অধিকার সংকটে হাতিয়ার,সংকটকালে তথ্য পেলে জনগনের মুক্তি মেলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আব্দুস সামাদ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মিনহাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা ও মহিলা ভাইস-চেয়ারম্যান সাবানা আক্তার। এছাড়াও উপজেলার সরকারী দপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা, তথ্য অধিকার আইন আরও বাস্তবায়নের জন্য সর্বস্তরের তথ্য আইন সম্পর্কে অবহিত করতে সকলের প্রতি আহ্বান জানান। নিজ দেশের সব ধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর এই দিনে দিবসটি পালন করা হয়।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।