জয়পুরহাট ক্ষেতলালে জাতীয় কন্যা শিশু দিবোস পালিত 

279
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে মানবতার ও শিক্ষা-পুষ্টি নিশ্চিত করি, শিশু বিয়ে বন্ধ করি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট ক্ষেতলাল উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর বুধবার সকালে জাতীয় কন্যা শিশু দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে বিভিন্ন কর্মসুচীর আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবস টি পালান করা হয়। এই উপলক্ষে ক্ষেতলাল উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এ.এফ এম আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহারুল ইসলাম বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার গুন্নাহ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। সভায় বক্তারা কন্যাশিশুদের প্রতি বৈষম্য না দেখানোসহ , তাদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে সর্বসাধারণের প্রতি আহবান জানান । ‘
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।