পীরগঞ্জের ড. এম. এ. ওয়াজেদ মিয়া সেতুটি সংস্কার জরুরী

497

আজাদুল ইসলাম পীরগঞ্জ রংপুর প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জের ড. এম. এ. ওয়াজেদ মিয়া সেতুটি রং ও মেরামত করা প্রয়োজন। এই সেতুটি জনবহুল এবং গুরুত্বপূর্ণ। পীরগঞ্জে বধুমাতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম,এ ওয়াজেদ মিয়ার নামে সেতুটি নামকরণ করা হয়। এর পাশে একটি ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল কলেজ এবং সদ্য ড. এম.এ ওয়াজেদ মিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

এছাড়াও উক্ত সেতুটির দুই পাশে সৌরবিদ্যুতের মাধ্যমে আলোক সজ্জায় সাজানো হয়েছে। উক্ত সেতুটি কাচদহ্ করতোয়া নদীর উপরে অবস্থিত। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক নজর সেতুটি দেখার জন্য ভ্রমণে আসে। উক্ত স্থানে পিকনিক সেতুটির দুই পাশের সিগন্যাল পিলারগুলোর রং নষ্ট হয়ে যাওয়ায় ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। বেশ কিছু সোডিয়াম লাইট অকেজো হয়ে পড়ে আছে। যা জরুরী ভিত্তিতে সংস্কার ও রং করার দাবী জানিয়েছেন সচেতন মহল। এ ব্যাপারে টুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল জানান, ড. এম. এ ওয়াজেদ মিয়া নামে সেতুটির রং এবং পিকনিক স্পট করা হলে আরও সেতুটির সৌন্দর্য বৃদ্ধি পাবে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।