পাঁচবিবিতে এলজিইডির গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষন মাসের উদ্বোধন

177

পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধিঃ পাঁচবিবিতে এলজিইডির গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষন মাসের উদ্বোধন করা হয়েছে। মুজিব বর্ষের অঙ্গীকার-সড়ক হবে সংস্কার এই স্লোগনকে সামনে রেখে ১ অক্টোবর সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর পাঁচবিবি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উদ্যোগে পাঁচবিবি-শালপাড়া-কড়িয়া সড়কের এন,এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষন মাসের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জমান চৌধুরী বিপ্লব, উপজেলা প্রকৌশল অফিসের সিও মুরাদ হোসেন চৌধুরী, সনজিৎ চন্দ্র চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান মিজু, রাশেদুল ইসলামসহ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলজিইডির নিয়োগকৃত মহিলা শ্রমিকবৃন্দ। উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম জানান, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষন মাস এক যোগে সারা দেশে উৎযাপন করা হচ্ছে, কবে পাঁচবিবি উপজেলায় সারা বছর ধরেই গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষনের কাজ করা হবে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।