জয়পুরহাটে জমি নিয়ে বিরোধে একজন নিহত, আটক ৩

304

এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে জুয়েল মন্ডল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (২রা অক্টোবর) বেলা ৩ টার দিকে উপজেলার কানুপুর হালির মোড় এলাকায় দুই পক্ষের সংঘর্ঘে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার কানুপুর হালির মোড় গ্রামে।

এ ঘটনায় পুলিশ দুই নারী সহ তিনজনকে আটক করেছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি আব্দুল লতিফ খান জানান, সকাল দশটার দিকে উপজেলার কানুপুর হালির মোড় এলাকায় মাত্র একশতক জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে।

এ সময় বাধা দিতে গিয়ে সময় প্রতিপক্ষের আঘাতে জুয়েল ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ নিহতের প্রতিপক্ষ ওই গ্রামের আলিম হোসেন ও তার স্ত্রী শিরিন আক্তার এবং তাদের স্বজন মারুফা বেগমকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।