কালাইয়ে পৌরসভা উপ-নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

201

ভ্রাম্যমাণ প্রতিনিধি, জয়পুরহাট : জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার ও কালাই উপজেলার রির্টানিং অফিসারের আয়োজনে রবিবার সকালে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোবারক হোসেন পারভেজ এর সভাপতিত্বে কালাই পৌরসভা মেয়রের শূন্য পদে উপ-নির্বাচনে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন অফিসার এ.কে.এম. রওশন আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জয়পুরহাট জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা র‌্যাব কমান্ডার, বিজিবি কর্মকর্তা, কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, নির্বাচন অফিসার আবুল কালাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার নূর আলম, নৌকা প্রতীক মেয়র পদপ্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, ধানের শীষের প্রতীক মেয়র পদপ্রার্থী আনিছুর রহমান তালুকদার, নারিকেল গাছ প্রতীক সতন্ত্র মেয়র পদপ্রার্থী মামুনুর রশিদ রাহুল।

অতিথিরা বলেন কালাই পৌর উপ-নির্বাচনে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারি সেই চেষ্টা চালিয়ে যাব। সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, আগামী ১০ই অক্টোবরে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে উপ-নির্বাচন করতে পর্যাপ্ত আনসার ও ভিডিপি সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও র‌্যাব মোতায়ন করা হবে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।