ভূরুঙ্গামারীতে নেটস বাংলাদেশ কর্তৃক ২৭১ পরিবারের মাঝে সহায়তা প্রদান

263

কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী) প্রতিনিধি: মঙ্গলবার (৬অক্টোবর)  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নেটস বাংলাদেশ অর্থায়ন ও সহযোগিতায় এম, জে, এস, কে, এল কর্তৃক বাস্তবায়িত  সুফল প্রকল্পের অতি দরিদ্র সদস্যদের করোনা মহামারী ও বন্যায় ক্ষতিগ্রস্ত কাটিয়ে উঠতে খাদ্যে ও সাস্থ্য সামগ্রী সহায়তা প্রদান করেছেন সংস্থাটি। সহায়তায় মধ্যে , (১)চাল ২০ কেজি(২)আলু ৫ কেজি (৩,) ডাল ২ কেজি, (৪) লবন ২ কেজি, (৫) সোয়াবিন ২ কেজি (৬) সুজি ১ কেজি (৭)চিনি ১ কেজি, (৮)লাইফবয় সাবান ২টি(৯)হুইল সাবান ১টি (১০) প্যারাসিটামল ২০টা (১১)স্যালাইন ৫ টা

উপজেলার চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের মোট ২৭১ টি পরিবারের মাঝে চর ভূরুঙ্গামারী হাই স্কুল মাঠে  এ সহায়তা প্রদান করেন। এতে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন দিপক কুমার (দেব) উপজেলা নির্বাহী অফিসার ভূরুঙ্গামারী, মো সদরুল আলম( বাবু) প্রধান শিক্ষক চর ভূরুঙ্গামারী হাই স্কুল, মোঃ মমাহবুব আলম ব্যাপারী সভাপতি চর ভূরুঙ্গামারী  আওয়ামীলীগ ইউনিয়ন শাখা ,মোঃ মোজাম্মেল হক সাধারণ সম্পাদক চর ভূরুঙ্গামারী আওয়ামীগ ইউনিয়ন শাখা,অসিম কুমার রায় নেটস বাংলাদেশ প্রগ্রাম অফিসার, মো,  ফরিদুল ইসলাম শাহিন( শিকদার)চেয়ারম্যান তিলাই ইউনিয়ন পরিষদ ,এটি এম ফজলুল হক, চেয়ারম্যান চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ ।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।