সারাদেশে ধর্ষনের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ

226

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জে গৃহবধুকে নির্মমভাবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনসহ সারাদেশে ধর্ষনের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মঙ্গলবার দুপুরে শহরের জিরো পয়েন্টে এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক কমরেড ওয়াজেদ পারভেজ .

সমাবেশে বক্তব্য রাখেন বাসদের জেলা সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, সদস্য উৎপল দেবনাথ, জেলা ছাত্র ফ্রন্টের সাধারন সম্পাদক রাশেদ, সাংগঠনিক সম্পাদক মুর্শিদ আলম, ও দপ্তর সম্পাদক আশরাফুল ইসলামবক্তারা বলেন একজন নারীকে বিবস্ত্র করা মানে একটা দেশকে বিবস্ত্র করা।একের পর এক নারী নির্যাতন ও ধর্ষনের ঘটনা ঘটেই চলছে।

বিচারহীনতার সংস্কৃতি, বিচারের দীর্ঘসূত্রতা, ভোগবাদী রাজনীতি নারী ও শিশু নির্যাতনের জন্য দায়ী।তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, এমসি কলেজে গণধর্ষণের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। তারা অবিলম্বে সব অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে হবে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।