জয়পুরহাট ক্ষেতলালে জাতীয় জন্ম নিবন্ধন ২০২০ দিবস পালিত

216

এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এ স্লোগানকে সামনে রেখে জয়পুরহাট ক্ষেতলালে জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০ পালিত হয়েছে। মঙ্গলবার বৈকাল ৪ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার এ.এফ.এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহারুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার গুন্নাহ, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা পি আইও রুহুল আমিন পাপন, ক্ষেতলাল পৌরসভার ইন্জিনিয়ার আফতাব হোসেন, সাংবাদিক আজিজার রহমান, হাসান আলী, আইজুল ইসলাম, সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবগণ।

এসময় বক্তারা বলেন, নাগরিক অধিকার রক্ষায় জন্মনিবন্ধন একজন শিশুর প্রথম দলিল। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্মনিবন্ধন নিশ্চিত করতে হবে। তাই শিশুর জন্মনিবন্ধন করার বিষয়ে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এছাড়া উক্ত আলোচনা সভায় মৃত্যু নিবন্ধনের ওপরও জোর দেওয়া হয়।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।