আওয়ামীলীগ সরকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি করেছে -মজনু

212

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ আওয়ামীলীগ সরকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি করেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে ব্যবসা-বাণিজ্যসহ দেশ উন্নত হবে। তাই সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করে চলেছেন।

মঙ্গলবার বিকালে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন বগুড়া জেলা আ’লীগের সভাপতি মজিবর রহমান মজনু। তালোড়া পৌর আ’লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে স্টেশন চত্বরে পৌর আ’লীগের সভাপতি পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল এর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এমদাদুল হক এবং তালোড়া পৌর আ’লীগ নেতা আব্দুল মান্নান খানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু,

 

দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, কাহালু উপজেলা আ’লীগের সভাপতি পৌর মেয়র হেলাল উদ্দীন কবিরাজ, জেলা মহিলা আ’লীগের সভানেত্রী খাদিজা খাতুন শেফালী, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল খালেক, তালোড়া স্টেশন মাস্টার আব্দুল মান্নানসহ তালোড়া পৌর আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। সভা শেষে আন্তঃনগর রংপুর এ´প্রেস ট্রেনের পরিচালক ও চালককে ফুলে তোড়া দিয়ে অতিথিবৃন্দরা শুভেচ্ছা জানান।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।