বন্যায় ক্ষতি গ্রস্থ ৪০০ পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করেছে রেড ক্রিসেন্ট বগুড়া

177

বগুড়া অফিস: আর্তমানবতার সেবাই নিয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিট ০৬ অক্টোবর ২০২০ তারিখ মঙ্গলবার স্থান: সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে, সকাল ১০.০০ টায় সারিয়াকন্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারে মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করে। ত্রাণ সামগ্রী হিসেবে পরিবার প্রতি নগদ ৪,৫০০/- টাকা ও ১ প্যাকেট সবজি বীজ (৮ প্রকার, করলা, ঢেঁরস, মিষ্টি কুমড়া, লাউ, শসা, বরবটী, লালশাক, পুঁইশাক) বিতরণ করা হয়।

বগুড়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও রেড সোসাইটির আজীবন সদস্য জনাব সাহাদারা মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ ও সবজি বীজ বিতরণ কার্যক্রম এর উদ্ধোধন করেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের, সেক্রেটারী এ,কে, এম সুরুতজামান, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা ভূমি কর্মকর্তা দেওয়ান আকরামুল হক, বগুড়া ইউনিট কার্যনির্বাহী সদস্য এলিজা ইয়াসমিন কেয়া, আবু ওবায়েদ মোঃ বাকি, এনডিআরটি সদস্য ইলিয়াস আহমেদ, মো: রাকিব হাসান, চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত আলী, বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা, পোস্ট অফিস পরিদর্শক মো: সানোয়ার হোসেন, সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকি মো: জাকিউল আলম, বগুড়া রেড ক্রিসেন্টের ইউনিট অফিসার মির্জা শামীম আহ্সান। যুব রেড ক্রিসেন্ট, বগুড়া ইউনিটের যুব প্রধান আসিফ উর রহমান এর নেতৃত্বে ২২ জন যুব ও স্বেচ্ছাসেবক উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করে। বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে উক্ত টাকা উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।