সান্তাহারে দুটি গোয়াল ঘরের তালা কেটে ৯টি গরু চুরি!

180

এম, এ মতিন, সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বুধবার দিবাগত রাতে বগুড়ার সান্তাহার পৌর শহরের উপর পৌঁওতা গ্রামের দুটি গোয়াল ঘরের তালা কেটে ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে।  জানা গেছে, বুধবার দিবাগত রাত ১২ টার দিকে গোয়াল ঘরের মালিক হাসান আলী ও রুবেল হোসেন গরুগুলো পরিচর্যা শেষে তালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। ভোর ৪টা দিকে রুবেল হোসেন প্রকৃতি ডাকে সাড়া দিতে উঠে তার গোয়াল ঘরের ষ্ট্রিলের তৈরী দরজার তালা কেটে ৫টি গরুর চুরির ঘটনা জানতে পারে। তার কান্নাকাটিতে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা জেগে উঠে।

এ সময় তার চাচা হাসান আলীর গোয়াল ঘর থেকেও একই কায়দায় ৪টি গরু চুরির ঘটনা দেখতে পায়। চুরি হওয়ার গরুর মধ্যে রুবেলের মাঝারি আকারে ৩টি বোকনা গরু, ১টি গাভি, ১টি বাছুর এবং তার চাচা হাসান আলীর ২টি বড় গাভী, ১টি বড় মাঝারি ষাড়। চোরেরা গরু গো-খাদ্যের জন্য রুবেলের গরুর খড়ের পালার কিছু অংশ ভেঙ্গে নিয়ে যায়। ৯টি গরুর আনুমানিক মুল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে গরুর মালিকেরা দাবী করেছেন। গরু চুরির খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা দিকে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ চুরি হওয়া দুটি গোয়াল ঘর পরিদর্শন করেছেন এবং ৯টি গরুর চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি এ রির্পোট লেখা পযরা থানা কোন মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে বলে জানা গেছে। একই রাতে ৯টি গরুর চুরির ঘটনায় গরু লালন পালনকারী কৃষক ও খামারীদের মধ্যে চরম আতংক দেখা দিয়েছে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।