মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই —রেজাউল করিম রিয়াদ

257

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিয়াদ বলেন, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই। একমাত্র খেলাধুলাই পারে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড এবং মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে দুরে রাখতে। খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে।

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ করে দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ্য ও মেধাসম্পন্ন একটি জাতি উপহার পাব। আধুনিক, নিরাপদ ও মাদক মুক্ত সমাজ এবং দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে, তবেই আমরা এগিয়ে যেতে পারব। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শহর উত্তর স্বেচ্ছাসেবক লীগ উত্তর শাখার সাধারন সম্পাদক লিটন শেখ, ১৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন, সমাজ সেবক আশরাফুল হাসান সোহাগ, ইকবাল হোসেন বকুল, স্বেচ্ছাসেবক লীগনেতা রিপন উদ্দিন সরকারসহ অত্র এলাকার ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ । উদ্বোধনী খেলায় নারুলী যুব সমাজ ও শিকারপুর ফুটবল ফেডারেশন অংশ গ্রহন করে ।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।