গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষক ও কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

220
গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষক ও কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষক ও কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপ সদস্য ও কৃষক ও কৃষাণীদের ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার উপজেলা হলরুম ও উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দুটি ব্যাচে ৬০ জন কৃষক ও কৃষাণী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণ বিষয়ক বক্তব্য রাখেন রংপুর অঞ্চল অতিরিক্ত পরিচালক মোঃ মনিরুজ্জামান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোছাঃ রাহেলা পারভিন, অতিরিক্ত উপপরিচালক মোঃ নুর আলম ও মোঃ রাশেদুল ইসলাম, জেলা অতিরিক্ত উপপরিচালক মোছাঃ সাহেরা বানু, উপজেলা কৃষি অফিসার মোঃ খাজানুর রহমান, কৃষিবীদ আবুল কালাম আজাদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুর রব সরকার, উপসহকারী কর্মকর্তা আখতারুজ্জামান রুবেল। বক্তারা দানা ফসল উৎপাদন বৃদ্ধিতে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বিষয়ক শীর্ষক আলোচনা করেন।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।