রাজস্ব ফাঁকি দিয়েছে সাড়ে ১০লক্ষ টাকা

231
রাজস্ব ফঁাকি দিয়েছে সাড়ে ১০লক্ষ টাকা
রাজস্ব ফঁাকি দিয়েছে সাড়ে ১০লক্ষ টাকা

স্টাফ রিপোর্টারঃ  শাজাহানপুরের ২টি মৌজায় ৯৩ শতক জমি ক্রয়ে রাজস্ব ফঁাকি দিয়েছে সাড়ে ১০লক্ষ টাকা, বগুড়ার ভুমি খাদিজা কাহিনী পর্ব -২

বগুড়া সদরের ২টি মৌজায় ৯৩ শতক জমি ক্রয় কালে জমির প্রকৃত রকম পরিবর্তন করে ভুমি খাদিজা নামে ওই মহিলা সরকারকে আরো ১০লক্ষা ধিক টাকা রাজস্ব ফঁাকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুমি খাদিজার সরকারের রাজস্ব ফঁাকির অন্তরালে শাজাহানপুর সাব-রেজিস্ট্রি অফিসের এক শ্রেনির টাউট দলিল লেখক জড়িত রয়েছে। সরেজমিন তদন্ত কালে উক্ত টাউট দলিল লেখকদের আরো গুরত্ব পুর্ন তথ্য পাওয়া গেছে।

জানা গেছে বর্তমানে বগুড়ায় বসবাস রত কথিত ডাক্তার পুত্রের মাতা ঠাকুর গাঁ জেলার মোঃ আব্দুল মতিনের স্ত্রী মোছাঃ খাদিজা বেগুম বগুড়ার শাজা্হানপুর উপজেলার বেজোড়া মৌজায় ৭০ শতাংশ এবং বয়রা দীঘি মৌজায় ২৩ শতাংশ জমি ক্রয় করে। উক্ত জমির রকম ধানী থাকলেও তার ডিপি ও রকম পরিবর্তন করে বাঁশঝাড়, পুকুরপাড় ও খলিয়ান দেখিয়ে মৌজার নিদ্ধারিত মুল্যেও চেয়ে কয়েকগুন কম মুল্যে দলিল সম্পাদন করায় উক্ত ৯৩ শতাংশ জমিতে ক্রেতা খাদিজা বেগুম সরকারকে ১০লক্ষ ৬২ হাজার টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে।

উক্ত মৌজা ছাড়াও খাদিজার নামে ক্রয় কৃত আরো অনেক জমির রাজস্ব ফঁাকির গুরত্ব পুর্ন তথ্য আমাদের প্রতিবেদকের হাতে সংরক্ষিত রয়েছে। শাজাহানপুর সাব-রেজিস্ট্রি অফিসে সরেজমিনে যেয়ে জানা গেছে বেজোড়া গ্রামের দলিল লেখক শাহিন ও রহিমাবাদ গ্রামের দলিল লেখক মোঃ সাজ্জাদ হোসেন উক্ত রাজস্ব ফঁাকি দেওয়ার নাটের গুরু হিসেবে কাজ করছে বলে অফিসের একটি নির্ভর যোগ্য সুত্রে জানা যায় ।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।