কালাইয়ে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

244
কালাইয়ে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
কালাইয়ে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রকিবুল হাসান, ভ্রাম্যমাণ (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে জয়পুরহাটের কালাইয়ে দুইদিন ব্যাপী মোমবাতি প্রজ্জলন, বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় শিক্ষার্থীদের সামাজিক সংগঠন “স্বপ্ন পূরণ” এর ব্যানারে কালাই পৌর শহরে বিক্ষোভ মিছিল বের হয়ে কালাই-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে কালাই বাসস্ট্যান্ড চত্তরে মানব বন্ধনে মিলিত হয়। ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচিতে উপজেলার প্রায় দেড়শো শিক্ষার্থী অংশগ্রহন করে।

এসময় শিক্ষার্থীরা জানান সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষার্থীদের আহবান জানিয়ে প্রথমদিন কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেন। দ্বিতীয় দিন বিক্ষোভ ও মানববন্ধনে “স্বপ্ন পূরণ” এর সভাপতি এম আই মুরাদের সভাপতিত্বে শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন তাহমিদ হাসান প্রিন্স, সাদিয়া, সুরভী, সুপ্ত, সাব্বির, নাইম হোসেন , মালা, স্নেহা, সাথী, সজীব প্রমুখ। শিক্ষার্থীরা বলেন ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং এরকম জঘন্য কর্মকান্ড থেকে দেশকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মী ও গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।