জয়পুরহাটে সড়ক প্রশস্তকরণ ও উন্নতিকরণ কাজের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা

270
জয়পুরহাটে সড়ক প্রশস্তকরণ ও উন্নতিকরণ কাজের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা
জয়পুরহাটে সড়ক প্রশস্তকরণ ও উন্নতিকরণ কাজের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট শহরের চার লেনসহ বিভিন্ন সড়ক প্রশস্তকরণ ও উন্নতিকরণ কাজের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সভাকক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইশরাত ফারজানা,

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ও জেলা চেম্বারের সভাপতি আনোয়ারুল হক আনুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও ঠিকাদাররা। সভায় হুইপ স্বপন শহরের ৪ লেন সড়কসহ বিভিন্ন সড়ক প্রশস্তকরনের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ঠিকাদার ও সড়ক বিভাগকে নির্দেশ দেন। এছাড়াও সড়ক প্রশস্তকরণ ও উন্নতিকরণ বিষয়ের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।