পীরগঞ্জে কীটনাশক দিয়ে ধান নষ্ট

304
পীরগঞ্জে কীটনাশক দিয়ে ধান নষ্ট
পীরগঞ্জে কীটনাশক দিয়ে ধান নষ্ট

আজাদুল ইসলাম, পীরগঞ্জ রংপুর প্রতিনিধি: পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের সদরা কুতুবপুর গ্রামে তোজাম্মেল হক প্রামানিকের পুত্র আব্দুর রউফ তার জমিতে অন্যায় ভাবে কে বা কাহারা কীটনাশক দিয়ে ৫০ শতক জমির ধান ক্ষেত নষ্ট করার অভিযোগ পাওয়া যায় ।

৩০ জুন ১৯৯০ সালে জনৈক মোন্নাফ প্রামানিকের নিকট থেকে কুতুবপুর মৌজার ১২১ দাগের ১৯ শতক জমি ক্রয় করেন৷ যার দলিল নং ৯৩০২, আবার ২৬ জানুয়ারী ১৯৯৮ সালে একই মৌজার ১২ শতক জমি ক্রয় করেন যার দলিল নং ১০৫৩, এরপর জনৈক আব্দুল হালিম এর নিকট থেকে ২৩ জুন ১৯৯৬ সালে সোয়া ৬ শতক জমি কবলা দলিল মুলে ক্রয় করেন যার দলিল নং ৪৮৫২ ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি ক্রয়ের পর থেকে ক্রেতা এবং তার পুত্র আঃ রউফ ঐ সম্পত্তি ভোগ দখল করে আসছে। ৩/৪ বছর থোকে ঐ জমির সব ধরণের ফসল একই ভাবে নষ্ট করে বলে একটি সূত্র জানায়। থানা পুলিশ জানায় আমরা বিষয়টি শুনেছি তবে অভিযোগ দিলে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।