গোবিন্দগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করোনাকালীন করণীয় মতবিনিময়

348
গোবিন্দগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করোনাকালীন করণীয় মতবিনিময়
গোবিন্দগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করোনাকালীন করণীয় মতবিনিময়

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর কালিতলা ও হরিরামপুর ইউনিয়ন ক্লাস্টার কর্তৃক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষকদের করোনাকালীন করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

গত ১৮ অক্টোম্বর রবিবার সামাজিক দুরুত্ব বজায় রেখে উপজেলার পূর্ব পোগইল সকরারী প্রাথমিক বিদ্যালয়ে  হলরুমে উপজেলার হরিরামপুর ক্লাস্টার কর্তৃক আয়োজিত হরিরামপুর ও নাকাই ইউনিয়নের ৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও এস এম সি’র সভাপতিদের নিয়ে করোনাকালীন করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

পূর্ব পোগইল সরকারী প্রাথমিক বিদ্যায়য়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম মন্ডল লিটু’র পরিচালনায় করোনাকালীন সময়ে পাঠদানের বিভিন্ন উপায় শিক্ষার্থী /অভিভাবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষায় শিক্ষকদের করনীয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী, দুর্গাপুর কালিতলা ও হরিরামপুর ক্লাস্টারের দায়িত্বে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মীর মোঃ সামছুল আলম ও নাকাই ক্লাস্টারের দায়িত্বে উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাখায়াত হোসেন ও বাজুনিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলাম প্রমূখ।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।