বগুড়ার গাবতলীতে শিশু অপহরনের চেষ্টা আটক ৪

190
বগুড়ার গাবতলীতে শিশু অপহরনের চেষ্টা আটক ৪
বগুড়ার গাবতলীতে শিশু অপহরনের চেষ্টা আটক ৪

মোজাফফর, গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে শিশুকে অপহরন করে প্রাইভিটকারে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ৪ জনকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। জানাগেছে ২১ অক্টোবর বুধবার সকাল ৯ টায় গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের ছয় মাইল ভাটা এলাকা থেকে রাস্তার পাশ থেকে ধোড়া উত্তরপাড়া গ্রামের মুদি দোকান্দার সুজনের ছেলে শান্ত (৫) কে ফুসলিয়ে ঢাকা মেট্টো-খ-১১-৬৪৫৩ একটি সাদা কার গাড়িতে তুলে অপহরন করে। দ্রুত শিশুটিকে নিয়ে বগুড়ার সদরের উদ্দেশ্যে যাওয়ার পথে শিশু অপহরনের সংবাদ ছড়িয়ে পড়লে পাঁচ মাইল এলাকায় স্থানীয় জনগন প্রাইভিট কারগাড়ি আটক করে শিশু শান্তকে উদ্ধার করে।

জড়িত ৪ জনকে গনধোলাই দিয়ে পুলিশে সংবাদ দেয়। এলাকার উত্তেজিত জনগন কার গাড়িটি ভেঙ্গে চুরমার করে দেয়। জনতার হাত থেকে শিশু শান্তকে অপহনের দায়ে গাবতলী উপজেলা রামেশ্বরপুর ইউনিয়নের ঘোন সাগাটিয়া গ্রামের ইজের আলীর ছেলে মিল্লাত হোসেন (৩০), একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (২২), সিরাজগঞ্জ জেলার তারাশ এলাকার মঈন উদ্দীনের ছেলে আল-আমিন (২৩) ও ঠাকুরগাঁ এলাকার আব্দুল মজিদের ছেলে শরিফুল ইসলাম (২৪)কে আটক করে পুলিশ থানায় আনে।

এব্যপারে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শিশু অপহরন কারীরা সকলে গামের্ন্টস কর্মী। গাবতলী থানার ঘোন সাগাটিয়া গ্রামে মিল্লাত ও রেজাউলের বাড়িতে প্রাইভিট কার গাড়ি ভাড়া নিয়ে বেড়াতে আসে। সেখানে এসে ফন্দি আঁটে এলাকা থেকে শিশু অপহরন করে মোটা অংকের টাকা আদায় করবে। স্থানীয় জনগন তাদেরকে আটক করে থানায় সংবাদদিলে পুলিশ তাদেরকে আটক করে থানায় আনে। এরিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় থানায় মামলার হয়নি।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।