বগুড়া শিবগঞ্জে অতিরিক্ত আলু গুদামজাতের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

190
বগুড়া শিবগঞ্জে অতিরিক্ত আলু গুদামজাতের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা
বগুড়া শিবগঞ্জে অতিরিক্ত আলু গুদামজাতের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

ক্রাইম রিপোর্টার, বগুড়া: বগুড়া র‌্যাব এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর যৌথ অভিযানে বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় অতিরিক্ত আলু গুদামজাতের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা। র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ২৩ অক্টোবর ২০২০ ইং তারিখ ১৫.০০ ঘটিকা হতে ১৭.০০ ঘটিকা পর্যন্ত মোঃ এরশাদুর রহমান, সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, বগুড়া এবং জনাব মোঃ নাছিম রেজা নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়,

বগুড়ার সহযোগিতায় বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় অতিরিক্ত আলু গুদামজাতের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০১৮ সালের কৃষি বিপনন আইন এর ১৯(১)/ঠ ধারা ভঙ্গের অপরাধে ১। মোঃ আব্দুল আলিম (৪৬) (প্রোঃ সুলতান কোল্ডষ্টোরেজ), পিতা মোঃ হোসেন মন্ডল, সাং-কিচক, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে ৪০,০০০/-টাকা এবং ২। মোঃ আফজাল হোসেন (প্রোঃ আফাজ কোল্ডষ্টোরেজ), পিতা-মৃত নছের উদ্দিন, সাং-কিচক, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে ২০,০০০/-টাকাসহ সর্বমোট ৬০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান পূর্বক মুক্তি প্রদান করেন।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।