বগুড়ায় পূজোর মন্ডপ পরিদর্শন করেন বগুড়া জেলা আনছার কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ

215

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শহরের মালতীনগর ও চেলোপাড়া সহ শহরের বিভিন্ন স্থানে সকাল ১১.৩০ মিনিটে সনাতন ধর্মালম্বিদের পূজোর মন্ডপ পরিদর্শন করেন বগুড়া জেলা আনছারের কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ ৷ এ সময় তিনি পূজো মন্ডপের পন্ডিত ও সাধারণ জনগণের সাথে সাধারণ জনগণের নিরাপত্তা ব্যবস্থা ও মহামারি করোনা ভাইরাসের(কোভিড ১৯) সম্পর্কে সচেতন করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলার কথা আলোচনা করেন ৷

বগুড়া জেলার আনছার কমান্ড্যান্ট  দৈনিক প্রত্যাশা প্রতিদিনের জেলা প্রতিনিধি আশিক সুজন কে জানান, বগুড়া সদর সহ ১২টি উপজেলায় মোট আনছার সদস্য আছেন ৮১০ জন,মাঠে টহল টিমে কাজ করছেন ৮১ জন,কিউ আর টি তে আছেন ১৯ জন ৷বগুড়া সদর ও ১২টি উপজেলার প্রত্যেকটি পূজো মন্ডপে ১০ জন আনছার সদস্যের প্রত্যেকটি টিমের মধ্যে টহল টিমে ৬ জন ও অস্ত্র নিয়ে ৪ জন নিরলস ভাবে জনগণকে সেবা প্রদান করে যাচ্ছে ৷ তিনি আরো বলেন,সমাজের যে কোন অরোযগতা ও বিশ্রঙ্খলা মোকাবিলা করার জন্য তাদের আনছার ক্যাম্পের অস্ত্রাগারে ১৭৬ টি শর্টগান ও ১৭৬০ রাউন্ড গুলি মজুদ আছে৷

বগুড়া শহরের সনাতন ধর্মের পূজো মন্ডপ পরিদর্শন করার সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ারা বেগম,উপজেলা আনছার ভিডিপি এর প্রশিক্ষক (গাবতলী) তাজিনুর ইসলাম সহ বগুড়া আনছার ভিডিপি এর সদস্যরা ৷

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।