দুপচাঁচিয়া পৌরসভার মন্দিরে সাবেক মেয়রের অনুদান প্রদান

310

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : সোমবার সকালে দুপচাঁচিয়া উপজেলায় সনাতন হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজার দশমীতে পৌরসভার ১৪টি পূজা মন্ডপে সাবেক মেয়র বেলাল হোসেনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ দিন সাবেক মেয়রের ছেলে নাওম, ভাতিজা আব্দুল মোমিন, আইজুল এই অনুদানের অর্থ বিতরণ করেন। এ সময় তাদের সাথে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিম কুমার, হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক ছোটন চক্রবর্তী, দুপচাঁচিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, মোহাম্মদ আলী স্বপন,ডা. শাহীন, সেতু, হোসেন আলী সহ প্রমুখ। তারা মটরসাইকেল বহর নিয়ে পৌর এলাকার ১৪টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। অপর দিকে গত রোববার সন্ধ্যায় কইল মালাকার পাড়া ষষ্ঠীতলা দুর্গামন্দির কমিটির আয়োজনে মাস্ক বিতরণ করা হয়েছে। মন্দিরে আগত দর্শনার্থিদের মাঝে এই মাস্ক বিতরণ করেন কমিটির সভাপতি নিবারণ চন্দ্র মহন্ত, সাধারণ সম্পাদক শুভাষ কুমার মালাকার, সুরঞ্জিত কুমার সুবল, মেম্বার অশোক চন্দ্র দেব, শুশান্ত মালাকার সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।

 

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।