বদলগাছীতে প্রতিমা বিসর্জন এ-র মধ্যে দিয়ে শেষ হলো দুর্গাপূজা

287

বদলগাছি প্রতিনিধি:  প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে মঙ্গলবার বদলগাছীসহ সারাদেশে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা আজ শেষ হয়েছে । 

শান্তিপূর্ণ পরিবেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় দেশব্যাপি ৩০ হাজারের ও বেশি পূজামণ্ডপে পূজা- অর্চনা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে দেবি দূর্গা ভক্তরা ৫ দিন ব্যাপি দূর্গ উৎসব উদযাপন করেন ।
পাঁচ দিনব্যাপি  শারদীয় দূর্গ উৎসবের শেষ দিন মঙ্গলবার ছিল বিজয়া দশমী । উমার (দেবি দুর্গা) ফিরে যাওয়ার দিন । ‘ অকাল বোধনে ‘ কৈলাশ শরতের পঞ্চম থিতিতে আবার ফিরে যান কৈলাশে ।
এর আগে গত বৃহস্পতিবার মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হয়েছিল দুর্গাপূজা । দেবীকে বিদায় দিতে সনাতন ধর্মাবলম্বীরা শেষ মুহূর্তের    পূজা-অর্চনা সম্পন্ন করেছেন । এদিন ঢাকঢোল, কাঁসর – শঙ্খ আর উলুধ্বনি বাজিয়ে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে দূর্গার বিদায়ের আয়োজন সম্পন্ন করা হয় ।
 উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে এক এক করে প্রতিমা  বদলগাছী ছোট যমুনা নদীতে আসে । পরে বিকেল পাঁচটার দিকে উপজেলার ছোট যমুনা নদীর তীরে বালুর চর নামক স্থানে প্রতিমা প্রথম বিসর্জন দেয়া শুরু হয় ।
এবার উপজেলায় মোট ৯২ মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে ।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।