ধামইরহাটে ৫বিঘা জমির কাঁচা ধান কেটে নিল দূর্বুত্তরা

302
ধামইরহাটে ৫বিঘা জমির কাঁচা ধান কেটে নিল দূর্বুত্তরা
ধামইরহাটে ৫বিঘা জমির কাঁচা ধান কেটে নিল দূর্বুত্তরা

জাহিদ হাসান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে দিনের বেলায় ওয়াকফ এষ্টেটের জমির কাঁচা ধান কেটে নিয়ে গেছে দূূর্বৃত্তরা। পীরপালের সম্পত্তিতে দিনের বেলায় এই তান্ডব চালিয়ে গাংরা গ্রামের ৩০/৩৫ জনের একটি সংঘবদ্ধ দল।

থানার অভিযোগ সূত্রে ও সরেজমিন জানা যায়, মৃত ফজের আলীর ছেলে ক্বারী আব্দুল জলিল গাংরা গ্রামের পীরপাল ইমাম মাদার ওয়াকফ এষ্টেট এর নিয়োগপ্রাপ্ত মোতওয়াল্লী। দীর্ঘদিন ধরে ২ একর ৭৬ শতাংশ জমি রক্ষনাবেক্ষন করে আসছেন। ২৬ অক্টোবর সকাল ৭ টার দিকে পূর্ব শালুকুড়ি গ্রামের আমজাদ হোসেনের নেতৃত্বে ৩০/৩৫ জনের লাঠিয়াল বাহিনী কাস্তে দ্বারা ১ একর ৪৬ শতক জমিতে থাকা ইসিভুক্ত (ইসি নং-১৭২৫৮) সম্পত্তির প্রায় ১২০ ধান কেটে নিয়ে যায়। স্থানীয় বর্গাদার মোহাম্মদ আলী ও উমরকে সাথে নিয়ে মোতওয়াল্লী ক্বারী আব্দুল জলিল বাদী হয়ে ২৭ অক্টোবর ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে অভিযুক্তদের মধ্যে মাসুদ ওরফে বিশুকে (০১৭৪০-১২৫৩১২) ফোনে পাওয়া যায়নি।

মোতওয়াল্লী ক্বারী আব্দুল জলিল জানান, পীরপালের ইসিভুক্ত সম্পত্তি জবর-দখল করার জন্য ডা. মাজেদুর রহমান দীর্ঘদিন ধরেই বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছেন, যিনি একাধিক মামলার চার্জশীটভুক্ত আসামী, তারই ইন্ধনে এমন কাজ ঘটিয়ে গ্রামের বিগদগামীরা। ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, প্রকৃত ঘটনা তদন্ত করে খতিয়ে দেখা হবে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।