কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে নীলফামারীতে সমাবেশ

230

নীলফামারী প্রতিনিধি বিপুল রায়: কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে নীলফামারীতে সমাবেশ করেছে কমিউনিটি পুলিশিং ফোরাম। জেলা পুলিশের সহযোগীতায় শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদরের শিল্পকলা অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল পদ্ধতিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুর।

‘মুজিববর্ষের মুলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ শ্লোগানে সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী সার্কেল) রুহুল আমিন।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, মশিউর রহমান ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ সারওয়ার মানিক বক্তব্য দেন এতে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রুপম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

পরে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে ডোমার থানার উপ-পরিদর্শক(এসআই) শাহ আলম ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে একই উপজেলা শহরের ৫নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং এর যুগ্ম সম্পাদক জাবেদুল ইসলাম সানবীমকে সম্মাননা প্রদান করা হয়।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।