জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

340
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র এ স্লোগানে সামনে রেখে  জয়পুরহাটে নানা আয়োজনে মধ্যে দিয়ে  কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে শনিবার বেলা ১১ টায় পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি শোভা যাত্রা বের হয়ে পুলিশ লাইনস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানেই দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,  জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য সামসুল আলম দুদু,পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জেলা পুলিশিং কমিটির আহ্বায়ক গোলাম হক্কানী, সদস্য সচিব নন্দলাল পার্শী প্রমুখ।
এসময় বক্তরা বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজ হয়। এছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় আগাম তথ্য দিয়ে কমিউনিটির সদস্য তথা সমাজের মানুষ পুলিশকে সহযোগিতা করতে পারেন।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।