বগুড়ার মহাস্থানে লোকালয়ে হঠাৎ বানরের আগমনঃ বন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা

246

গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার শিবগঞ্জ উপজলার মহাস্থানে লোকালয়ে হঠাৎ একটি বানরের আগমন ঘটেছে।

গত ৩দিন হলোএলাকায় বানরটির উৎপাত দেখা গেছে। বানরটির মালিক কে? বা কোথায় থেকে এসেছে তা কেউ বলতে পারে না। তবে

কেউ বলছে মধুপুর এলাকা থেকে ট্রাকে ভুল বসত এসেছে। আবার কেউ বলছে, দলছুট হয়ে এসেছে। কিন্তু লোকালয়েও বানরটি তার স্বাভাবিক বাঁদরামো করেই যাচ্ছিলো। খাবার ছুঁড়ে দিলে তা খেতে লাফিয়ে পড়ছিলো রাস্তায় আবার খাবার নিয়েই উঠে পড়ছিলো দেয়ালের ওপর কিংবা বাড়ির ছাদে। আবার অনেক দুষ্টু ছেলে মেয়েরা বানরটিকে ঢিল ছুড়ে উত্ত্যক্ত করছে। এরিপোর্ট লেখা পর্যন্ত বর্তমান বানরটি মহাস্থান নামাপাড়া ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফার বাড়ীর একটি লিচু গাছে ও ঘরের চালায় বসে অবস্থান করছিল।

বড় আকৃতির এই বানরটির খবর চারিদিকে ছড়িয়ে পড়লে তাকে দেখতে নিমিষেই জমে যাচ্ছে ভিড়। খাদ্য অভাবে এই বানরটি দিক বেদিক ছোটা ছুটি করছে।

নিরীহ এই বন্যপ্রাণীটি দ্রুত সংরক্ষণ করতে এলাকাবাসী উপজেলা ভেটেরিনারি সার্জনসহ উপজেলা বন কর্মকর্তাদের পদক্ষেপ নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন। বন্যপ্রাণী বানরটি এলাকায় দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে।

 

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।