জয়পুরহাট পাঁচবিবিতে জাতীয় যুব দিবস পালিত

255
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের উদ্দোগ্যে নানান আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০ উৎযাপন হয়। রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
আলোচনা সভা, ঋণের চেক, সনদপত্র বিতরণ ও প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, ভাইস-চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, সহকারি কমিশনার (ভুমি) এম এম আশিক রেজা, পাঁচবিবি এন এম সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহের নেগার শিউলী, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রায়হানুল হক ও ইমারুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মিছির আলী মন্ডল।
অনুষ্ঠান শেষে উপজেলার ৬৩ জন শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থানের পথ সৃষ্টির লক্ষ্যে স্বল্পসুদে প্রায় সাড়ে ১৫ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া ৭৫ জন বেকার যুবকদের গবাদি পশু ও মৎস্য বিষয়ে ৭ দিনের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন অতিথিরা।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।