জয়পুরহাট ক্ষেতলালে জাতীয় রক্তদান দিবস ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

221

এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ“তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ, রক্ত দিবো অন্যের জীবন বাঁচাবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে জাতীয় রক্তদান দিবস ও মরণোত্তর চক্ষুদান দিবস উদ্যাপিত হয়েছে।

ক্ষেতলাল অনলাইন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে ২ নভেম্বর সোমবার দিবসটি পালন উপলক্ষে সংগঠনের কর্যালয় হতে একটি র‌্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এএফএম আবু সুফিয়ান এর সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর রাজনৈতিক সহকারী এ্যাড. এসএম মোরর্শেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. এসএম গালিব আনোয়ার, অধ্যক্ষ জি এম কিবরিয়া, ক্ষেতলাল অনলাইন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন এর আহবায়ক ফেরদুসী রানা, ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির কো-অর্ডিনেটর আজিজুল হক, ক্ষেতলাল ড্রাগ এন্ড কেমিষ্ট এসোসিয়েশন এর সভাপতি মোজাম্মেল হক রতন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে স্থানীয় কয়েকটি ডায়াগনেষ্টিক সেন্টার, ব্যংক, বীমাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।