নবাবগঞ্জে আবাদি জমি রক্ষা ও বাধ নির্মানের প্রতিবাদে ৮দিন ধরে অনশন করছেন ভুক্তভোগী চাষীরা, ১জনের মৃত্যু

182

 

ছামিউল ইসলাম আরিফ,হিলি প্রতিনিধি :নবাবগঞ্জের আশুরার বিলের আবাদি জমি রক্ষা ও বিলে বাঁধ নির্মানের প্রতিবাদে ৮দিন ধরে অনশন কর্মসুচী পালন করে আসছেন আশুরার বিল পাড়ের কয়েক হাজার ভূক্তভোগী চাষী পরিবারের নারী-পুরুষ শিশুরা। এদিকে অনশনরত অবস্থায় গোলাপ সরকার (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়াও অনশনরত আরও ৫জন অসুস্থ্য হয়ে পড়েছেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনশনরত অবস্থায় গোলাপ সরকার অসুস্থ্য হয়ে পড়লে তাকে বাড়ীতে নিয়ে যাওয়ার পথে সে মারা যান। আজ শুক্রবার সকাল ১০টায় তার নামাজের জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। নিহত গোলাপ সরকার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর আদর্শগ্রামের জব্বার সরকারের ছেলে।

গত ৩০ অক্টোবর শুক্রবার থেকে আবাদী জমি রক্ষা ও আশুরার বিলে বাধ নির্মানের প্রতিবাদে কয়েক হাজার নারী-পুরুষ-শিশু অনশন করছেন। আজ শুক্রবার সকাল থেকে তারা মাথায় কাফনের কাপড় পড়ে আশুরার বিলে অনশন করছেন।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।