বগুড়ায় তিনটি জোনে “আপনার মাস্ক কোথায়?” ক্যাম্পেইন অনুষ্ঠিত

291
নাসিরউদ্দিন রতন: বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর আয়োজনে মাস্ক পড়া বিষয়ক একটি সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন “আপনার মাস্ক কোথায়?” অনুষ্ঠিত হয় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এটি বগুড়া শহরের গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকা বনানী, সাতমাথা ও চারমাথা এই ৩টি জোনে একসাথে পালিত হয়। জোনসমূহে জোন লিডারের দায়িত্ব পালন করেন স্নেহাশীষ ভৌমিক (বনানী), সুলতানা খাতুন (সাতমাথা) এবং ইয়ামিতুল ইয়াম (চারমাথা)। বগুড়া জেলায় ক্যাম্পেইন্টির কার্যক্রমের সার্বিক দায়িত্বে ছিলেন নাহিদ মাহমুদ (মানব সম্পদ কর্মকর্তা, ভিবিডি বগুড়া) দৈনিক প্রত্যাশা প্রতিদিনের তরুণ সাংবাদিক জয়পুরহাট কালাই উপজেলা প্রতিনিধি (মোঃ নাসির উদ্দীন রতন) । সারা বাংলাদেশের ৮ টি বিভাগের প্রায় সবগুলো জেলাতে একই সময়ে প্রায় ১০,০০০ (দশ হাজার) এর অধিক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে ক্যাম্পেইনটি সম্পন্ন হয় ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর আয়োজনে।
বগুড়ায় এই মাস্ক সচেতনতামূলক ক্যাম্পেইনে ৩টি জোন নিয়ে প্রায় ১৬০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনটিতে জনসাধারণকে মাস্ক পড়া বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার আলী আশরাফ স্যারের উপহার দেওয়া ১০০০টি মাস্ক নিম্ন আয়ের মানুষ এবং মাস্কবিহীন পথচারিদের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও জেলা পুলিশ বগুড়ার করোনা বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
ক্যাম্পেইনে সাতমাথা জোনে একাত্মতা প্রকাশ করেন পরিমল প্রসাদ রাজ। বনানী জোনে একাত্মতা প্রকাশ বিডি ক্লিন বগুড়ার সমন্বয়ক মাহবুব আলম জিয়ন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।