মহাদেবপুরে মুজিববর্ষ সেরা কন্ঠ বাছাই প্রতিযোগিতার সমাপ্তি

213

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর মহাদেবপুরে রোববার রাতে মুজিববর্ষ সেরা কন্ঠ নওগাঁ, বাছাই প্রতিযোগিতা-২০২০ সমাপ্তি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় নবরূপে সজ্জিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকুল সাহা বুদুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩, মহাদেবপুর ও বদলগাছী আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। এ প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার, সৃষ্টি একাডেমিক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক ইসফাত জেরীন মিনা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি,ঢাকা এবং বিটিভির তালিকাভুক্ত রবীন্দ্রশিল্পী কানিজ নওশাদ তিতাস। দুই দিন ব্যাপী সমাপনী অনুষ্ঠানে ৯৬ জন প্রতিযোগীর মধ্যে পরবর্তী প্রতিযোগীতায় যাওয়ার জন্য চুড়ান্তভাবে নির্বাচিত ১ম, ২য় ও ৩য় প্রতিযোগীর হাতে ইয়েস কার্ড তুলে দেওয়া হয়।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।