পীরগঞ্জে মাঠ জুড়ে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন

256

আজাদুল ইসলাম আজাদ পীরগঞ্জ রংপুর প্রতিনিধি :
পীরগঞ্জ উপজেলার চলতি মৌসুমে বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের সোনালি শীষ বাতাসে দোল খাচ্ছে। দৃষ্টিসীমা ছাপিয়ে চারদিকে বিরাজ করছে অপার দুলুনি। এ দোলায় লুকিয়ে আছে হাজারো কৃষকের রঙিন স্বপ্ন। পোকামাকড় ও রোগ বালাইয়র আক্রমণ ছাড়াই বেরে ওঠা ধানের শীষে ভরে গেছে মাঠ। সোনালি ফসলের মাঠ প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বিকশিত করে তুলেছে। উপজেলার হাজারো কৃষক পরিবারের চোখে মুখে এখন স্বপ্ন পুরনের প্রত্যাশা। কোনো বিপর্যয় না ঘটলে কৃষকেদের বাড়ির আন্গিনা ভড়ে উঠবে সোনালি ধানের হাসিতে। ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাঙ্গালিদের অগ্রাহয়ণের নবান্ন উৎসবের মধ্যে দিয়ে কাটা মারা শুরু হয়েছে। উপজেলার বাবনপুর গ্রামের মোজাফফর আলী জানান ধানের দাম থাকায় কৃষকরা খুশি।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।