জয়পুরহাট ক্ষেতলালে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়

313
এস এম মিলন জয়পুরহাট জেলা  প্রতিনিধিঃ জয়পুরহাট ক্ষেতলাল উপজেলায় ২৩ নভেম্বর সোমবার সকালে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপ সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়
অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আক্তার হোসেন, মাহবুব হোসেন, রবিউল ইসলাম, পারভেজ কামাল, অফিস সহ-কাম কম্পিউটার মুদ্রা ক্ষরিক রুবেল মন্ডল প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন
স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুর রহমান। অতিথিরা তাদের বক্তব্যে কৃষি উন্নয়নে সরকারের এ কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেন । পরে কৃষকদের মাঝে  সার গম সরিষা ও ভুট্টা বীজ প্রণোদনা প্যাকেট পুনর্বাসন সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবু শোয়েব।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।