দুপচাঁচিয়ায় করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে পুলিশের সচেতনতা মুলক কর্মসূচি

207

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলা পুলিশ প্রশাসনের আয়োজনে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনসচেতনতা মুলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ হাসান আলীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন সরকার, এসআই আব্দুস সালাম, এসআই খোরশেদ আলম, এসআই নাসির, এসআই জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও একদল পুলিশ সহ উপজেলার বিভিন্ন জনবহুল এলাকায় শতর্কতা মুলক প্যানা ফেসটোন ও ব্যানার লটকানো হয়। একই সাথে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচিও পালন করা হয়। এছাড়ও ৯৯৯ সেবা জনগণের দোরগোড়ায় পৌছানোর লক্ষ্যে ৯৯৯ সমৃদ্ধ ব্যানারও লটকানো হয়। উল্লেখ্য উপজেলার ২টি পৌরসভা সহ ৬টি ইউনিয়নের বিট পুলিশিং স্থান সহ জনবহুল এলাকা হাট-বাজারে পুলিশের এই জনসচেতনতা মুলক কর্মসূচি পালন করছে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।