ক্ষেতলালে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

299
ক্ষেতলালে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ক্ষেতলালে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২৯ নভেম্বর (রবিবার) বিকেল ৩টায় ক্ষেতলাল উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২০-২১ চলতি রবি মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় স্থানীয় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে গম, সরিষা, সূর্যমুখী, মসুর, টমেটো, মরিচ ও প্রণোদনা কর্মসূচির আওতায় বোরোধান, গম, ভূট্টা, সরিষা, গ্রীষ্মকালীন মুগ, পেঁয়াজ সহ বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।

এসময় সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার এ, এফ, এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা, পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহারুল ইসলাম সরদার ও মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার গুন্নাহ্, উপ-সহকারী ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু শোয়েব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আকতার হোসেন, মাহবুব হোসেন, রবিউল ইসলাম ও পারভেজ কামাল সহ বিভিন্ন গ্রাম থেকে আসা প্রান্তিক কৃষক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।