নওগাঁর মান্দায় আইসিটি প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

317
নওগাঁর মান্দায় আইসিটি প্রশিক্ষন কোর্সের উদ্বোধন
নওগাঁর মান্দায় আইসিটি প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

মাহবুবুজ্জামান সেতু, ব্যুরো প্রধান: নওগাঁর মান্দায় ইউআইটিআরসিই, ব্যানবেইসের আয়োজনে ১৫ দিনব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষন কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ নভেম্বর সোমবার বিকেলে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। এসময় সহকারী প্রোগ্রামার শামছ-ই-তাবরিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আব্দুল হালিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক ।

প্রশিক্ষণ কোর্সে নওগাঁ সদর উপজেলা ও নিয়ামতপুর উপজেলাস্থ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের সর্বোমোট ৪৮ জন শিক্ষক অংশগ্রহণ করছেন বলে জানাগেছে। উল্লেখ্য, সকাল এবং বিকেলে মোট ২টি ব্যাচে বেসিক আইসিটি প্রশিক্ষন দেয়া হবে বলে জানিয়েছেন প্রশিক্ষকরা। এ প্রশিক্ষণ কোর্সে সকালের ব্যাচে মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্বে রয়েছেন দীপক কুমার সাহা এবং এস্কেন্দার আলী। ১৫ দিন ব্যাপী এই প্রশিক্ষন কোর্সের সফলতা কামনা করেছেন আয়োজকরা।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।