পাঁচবিবিতে ৩২১০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

262
পাঁচবিবিতে ৩২১০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
পাঁচবিবিতে ৩২১০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ পাঁচবিবিতে কৃষি প্রনোদনা ও পুনর্বাসন কর্মসূচির অধীনে ৩২১০জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি পুর্নবাসন ও প্রনোদনা কর্মসূচির আওতায় রবি ২০২০-২১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৩২১০জন কৃষকদের মাঝে বোরো ও রবি শস্যের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাঁচবিবির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেনের সভাপতিত্বে বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ আশিক রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, প্যানেল মেয়র নূর হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম বেনু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহরাব হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান। প্রনোদনা কর্মসূচির আওতায় ৫৫০ জনকে বোরো ধান, ৪০০ জন গম, ৩৫০ জন ভুট্টা, ৮০০ জন শরিষা, ৫০ জন মুগ, ৫০ জন পিয়াজ। পুনর্বাসন কর্মসূচির আওতায় ২১০ জন গম, ২৭০ জন শরিষা, ৮০ জন মসুর, ১৫০ জন টমেটো, ১৫০ জন সূর্যমুখী, ১৫০ জনকে মরিচের বীজ প্রদান করা হয়।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।