নওগাঁর মান্দায় “নো মাস্ক, নো সার্ভিস” বাস্তবায়ন

270
নওগাঁর মান্দায় “নো মাস্ক, নো সার্ভিস” বাস্তবায়ন
নওগাঁর মান্দায় “নো মাস্ক, নো সার্ভিস” বাস্তবায়ন

মাহবুবুজ্জামান সেতু, ব্যুরো প্রধান : নওগাঁর মান্দা উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ‘নো মাস্ক নো সার্ভিস এবং ‘নো মাস্ক নো এন্ট্রি ’ নীতি ব্যাপকভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি মান্দা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও),মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সাব-রেজিষ্টারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর কর্তৃক এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এব্যাপারে মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়ন করতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে সামাজিক আন্দোলন ও প্রচারাভিযানসহ যেভাবেই হোক এই কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিম বলেন, শীত মৌসুমে করোনার সংক্রমণ বাড়তে পারে, এমন আশঙ্কায় ‘নো মাস্ক নো সার্ভিস এবং ‘নো মাস্ক নো এন্ট্রি ’ নীতি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে নওগাঁ জেলা প্রশাসন। তিনি আরও বলেন মাস্ক ছাড়া কাউকে সরকারি ও বেসরকারি অফিসগুলোতে সেবা না দেওয়ার জন্য নির্দেশনা জারি করা হয়েছে। করোনা সংক্রামণ থেকে সাধারণ মানুষকে নিরাপদ রাখতে এ ধারাবাহিতা অব্যাহত থাকবে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।