নওগাঁয় বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে গৃহ নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন

331
নওগাঁয় বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে গৃহ নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন
নওগাঁয় বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে গৃহ নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন

ফারমান আলী, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলার সুজাইল প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে গৃহ নির্মাণ করায় মানববন্ধন করেছেন অত্র এলাকার সর্বস্থরের মানুষ। বুধবার সকাল ১১.০০ টায় নওগাঁর মহাদেবপুর উপজেলার সুজাইল প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেবার কারণে এলাকার সর্বস্থরের জনগণ রাস্তায় নেমেছে। এরই অংশ হিসাবে তারা সুজাইল বাজারে মানববন্ধন করেন।

এসময় তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান অন্যায় ভাবে স্কুলের পরিবেশ নষ্ট করে গৃহ নির্মান করছেন, এখানে যে জায়গায় গৃহ নির্মাণ করে দিচ্ছেন সেখানে মাত্র পাঁচটি ঘর তৈরী হচ্ছে, অথচ এখান থেকে মাত্র ৬০ গজ দূরে এই রকম ৩০ টি গৃহ নির্মাণ করার মতো জায়গা দখন করে আছে অসাধু ব্যবসায়ীরা। বক্তারা বলেন, আমরা এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সরাসরি লিখিত আবেদন করেছি কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি। যতক্ষণ পর্যন্ত এই স্থানে গৃহ নির্মাণ বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।

এ ব্যাপারে সুজাইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মরিয়ম বেগম বলেন, আমি এব্যাপারে আমার উদ্ধোত্তণ কর্মকর্তাকে জানিয়েছি। এখানে যদি আবাসিক হয় তাহলে আমাদের প্রতিষ্ঠানটি ক্ষতির মূখে পড়বে।
এব্যাপারে মহাদেবপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, আমরা সার্বিক দিক বিবেচনা করে এখানে গৃহ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছি।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।